বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

শাহজালালে প্রায় ৩ কেজি সোনাসহ এক যাত্রী আটক

ঢাকা, ২৩  সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কেজি ওজনের সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল। বিমানবন্দর সূত্রে জানা যায়, সৗদি আরব থেকে আসা এ যাত্রীর কাছে থেকে ২৫ পিস সোনার বার উদ্ধার করা হয়।
ওই যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর আজ বৃহস্পতিবার সকালে বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ১১টা ১২ মিনিটে সৌদি এয়ারলাইন্সের (এসবি- ৮০৪) নম্বরের  ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিওিতে খরব পেয়ে ঢাকা কাস্টম হাউজের  (প্রিভেন্টিভ) টীমের সদস্যরা ওই ফ্লাইট থেকে তাকে আটক করে। পরে যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২৫ পিস সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনাগুলো ঢাকা কাস্টম হাউজে জমা আছে।
এ কর্মকর্তা আরও জানান, আটককৃত যাত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতরাতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়