বাসস
  ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৪

রাঙ্গামাটিতে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গামাটি, ৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উদযাপন উপলক্ষে
রাঙ্গামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি  জেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও  জেলা যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার,  জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো: শাহজাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে জেলা, কলেজ,সদর থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়