বাসস
  ০২ জানুয়ারি ২০২৪, ২১:০৮

 নেত্রকোনায় অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচলো কয়েকশ’ যাত্রী

নেত্রকোনা, ২ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার পুর্বধলা উপজেলার বালুরঘাটা রেলওয়ে ব্রিজের কাছে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কয়েকশ’ ট্রেন যাত্রী। 
আজ সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়ামুখী একটি যাত্রীবাহী লোকাল ট্রেন নেত্রকোনার পুর্বধলা উপজেলার বালুরঘাটা রেলওয়ে ব্রিজের আগে থামিয়ে দিতে সক্ষম হয় রেলওয়ের কর্মীরা। কারণ সামান্য দূরেই স্থানীয় জেলেরা রেললাইনের অন্তত ২৫টি ডগ-স্পাইক (হুক) খোলা অবস্থায় খুঁজে পায়।  
পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মুমেন জানান, কাঠের স্লিপার দিয়ে রেললাইন আটকে রাখার কাজে ব্যবহৃত হুকগুলো নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তদের অপসারণ করতে পারে। খবর পেয়ে পুর্বধলা রেল স্টেশনের  স্টেশন মাস্টারসহ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ট্রেনের চালককে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়ে সেতুর কাছে ট্রেনটি থমাতে সক্ষম হন। 
পরে ময়মহসিংহ থেকে রেলওয়ের ইঞ্জিনিয়াররা গিয়ে ব্রিজের উপর ট্রেনের স্লিাপার মেরমত করেন। 
এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়