বাসস
  ০২ জানুয়ারি ২০২৪, ১৬:৫৮

খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়ি,২ জানুয়ারি, ২০২৪ (বাসস) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আজ থেকে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। 
মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে সকাল ৯টা থেকে এ প্রশিক্ষন শুরু হয়। এ কর্মশালার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুক্তাধর  জেলা নির্বাচন কর্মকর্তা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ কর্মকর্তাবৃন্দ। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে বুধবার বিকেল ৪ টায়।
জেলার ১৯৬টি কেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ৩ হাজার ৯১২ জন কে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়