বাসস
  ০২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪

নাটোরে সরকারি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু

নাটোর, ২ জানুয়ারি, ২০২৪ (বাসস) : শহরের কাঁঠালবাড়িয়া এলাকায় নতুন ভবনে সরকারি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, শ্রমজীবী শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের মধ্যে থাকা প্রতিভার বিকাশ, সকল সম্ভাবনাকে কাজে লাগানো এবং সুন্দর ভবিষ্যৎ তৈরীতে কাজ করে যাচ্ছে সরকার। দেশের সকল জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল ধারায় নিয়ে এসে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই আমরা।
পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন জানান, ১৫ শতাংশ জমির উপরে নির্মিত নতুন ভবনে সরকারি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করেছে। শ্রমজীবী ১২৩ শিক্ষার্থী নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়