বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:২২

মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

মেহেরপুর, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলার অনগ্রসর প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হয়েছে।
অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন শেষে ৪০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। 
আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল আহসান। বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, প্রশিক্ষণার্থী লিপিকা দে, পিংকী রানী হালদার ও ইতি রানী হালদার প্রমুখ। 
পরে ৩৪ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন এবং ৬ জনকে কম্পিউটার প্রদান করা হয়। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়