বাসস
  ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৭

নাটোরে জেলেদের দক্ষতা উন্নয়নে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ

নাটোর, ২২ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জেলেদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ আজ শুরু হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় মৎস্য বীজ উৎপাদন খামারে আয়োজিত এ আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ।
২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলার লালপুর উপজেলার নিবন্ধিত ২৫ জন জেলে এ প্রশিক্ষণে অংশগ্রহন করছেন।
এ কর্মসূচিতে জাটকা ও মা ইলিশ সংরক্ষণ, পুকুরে মাছ চাষ, খাঁচায় ও নদীর কোলে মাছ চাষ, মৎস্য আইন প্রতিপালন, মৎস্য অভয়াশ্রম স্থাপন-সংরক্ষণ ও ব্যবস্থাপনা, মাছের আহরণ পরবর্তি পরিচর্যা, গবাদি পশুপালন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন জেলেকে জনপ্রতি ২৮ হাজার টাকা মূল্যমানের একটি করে বকনা বাছুর প্রদান করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়