বাসস
  ২১ ডিসেম্বর ২০২৩, ২০:০৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক কর্মশালা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২১ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ‘স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে করণীয়’ শীর্ষক দিনব্যাপি কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর আয়োজনে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাপার্ড-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. বোরহানুল হক কর্মশালার উদ্বোধন করেন। তিনি কর্মশালায় মূল প্রবন্ধ  উপস্থাপন করেন।  
কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. ফেরদৌস হোসেন খান, কুমিল্লাস্থ বার্ড-এর পরিচালক আবদুল্লাহ আল মামুন, বাপার্ড-এর পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুন্নী, যুগ্ম-পরিচালক মো. আব্দুল গনি, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, সহকারী পরিচালক শেখ নাইমুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
কর্মশালায় বাপার্ড ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়