বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

সুনামগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন।  
পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তি প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। 
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
পরে, অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়