বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬

নাটোরের চলনবিলে কমিউনিটি সংলাপ

নাটোর, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস): নারীর ক্ষমতায়ন এবং শিশু অধিকার সমুন্নত রাখতে জেলার চলনবিলে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 
আজ রোববার বিকেল সাড়ে তিনটায় সিংড়া উপজেলার বড় সাঁঐল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ইউনিসেফ’র সহযোগিতায় জেলা তথ্য অফিস এই সংলাপ আয়োজন করে।
জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনছার আলী। বিভিন্ন পেশার শতাধিক নারী সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই পথ পরিক্রমায় দেশের সব জনগোষ্ঠিকে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও চিকিৎসাসহ সব অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। এভাবেই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়