বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:২৫

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ কয়েকজন আহত

ময়মনসিংহ, ৭ ডিসেম্বর, ২০২৩ ( বাসস) : জেলার নান্দাইলে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আউয়াল (৩৫) নামের এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার সদরে এ ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুজ্জামান বাসসকে জানান- অবরোধের নামে উপজেলা বিএনপির নেতা নাসের খান চৌধুরীর সমর্থকরা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচলে বাঁধাসহ নাশকতা সৃষ্টির চেষ্টা করে। 
মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কে আসতে চাইলে বাঁধা দেয় পুলিশ। এসময় পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়ে। 
এতে অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি) মো. রাশিদুজ্জামান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়