বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪

সিরাজগঞ্জে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : পুড়ে গেছে ৭ হাজার মুরগীর বাচ্চা

সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস):  জেলার পাবনা-বগুড়া মহাসড়কের শাহজাদপুরে একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির সম্মুখ পুড়ে গেছে এবং গাড়ির থাকা প্রায় ৭ হাজার মুরগীর বাচ্চা মারা গেছে। এ ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছে। 
বুধবার রাত পৌনে দশটার মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এসিআই কোম্পানির একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনার যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ির গতিরোধ করে। গতিরোধ করতেই মশাল দিয়ে গাড়ির সম্মুখভাগে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাক চালককে লাটির আঘাতে আহত করে পালিয়ে যায়। এতে গাড়ির সম্মুখভাগ ও প্রায় ৭ হাজার মুরগীর বাচ্চা মারা যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন।