বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫

দেওয়ানি আদালতের অবকাশকালীন জজ নিয়োগ

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : ডিসেম্বর মাসে অধস্তন আদালতে দেওয়ানি অবকাশের সময় বিচারকাজ পরিচালনার জন্য সারা দেশের জেলা ও মহানগরে ভ্যাকেশন জজ নিয়োগ করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৬৯ জন ভ্যাকেশন জজ নিয়োগের কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে জুডিসিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের সংশ্লিষ্ট জেলায় (দায়রা জজ আদালত,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালসহ) জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ এবং উদ্ভূত জরুরি বিষয়গুলো শুনানি ও নিষ্পত্তি করার জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করা হলো। এই বিচারকরা ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারার অধীন পুর্নিবিবেচনার দরখাস্ত ছাড়া সব ফৌজদারি আবেদন ও মামলার নিষ্পত্তি করতে পারবেন।
এছাড়া, তারা শিশু আইনের আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়