বাসস
  ০২ ডিসেম্বর ২০২৩, ২০:৪৬

৮২ জন প্রার্থী বিএনএম-এর দলীয় মনোনয়ন নিয়েছেন : ড. মো. শাহজাহান

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র মহাসচিব ড. মো. শাহ্জাহান বলেছেন, আগামী নির্বাচনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮২ জন প্রার্থী বিএনএম-এর দলীয় মনোনয়ন নিয়েছেন। অনেকে নির্বাচন কমিশনের টাকা জমা দিতে গিয়ে ব্যাংকে সার্ভার সংক্রান্ত জটিলতায় মনোনয়নপত্র জমা দিতে পারেনি। যারা জমা দিতে পারেনি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল উদ্যোগ নিবে।
আজ বিকেলে দলের গুলমান কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।
ড. মো. শাহ্জাহান আরো বলেন, তিনি বলেন, ২০১৯ সালের পর থেকে টানা ৪ বছর দেশব্যাপী সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কাজ করছি। বিএনএম একটি নতুন দল হলেও এই দলে সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, আইনজীবী, সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। তারা  প্রত্যেকেই দেশ ও জাতির কাছে খুবই পরিচিত, সজ্জন ও  সুশীল সমাজ তথা পরিচ্ছন্ন ইমেজের রাজনৈতিক ব্যক্তিবর্গ। এখান থেকেও আমারা নিখুত ভাবে বিশ্লেষণ করেছি এবং আপনারা আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, আমরা কোয়ান্টিটিতে নয়, বরং কোয়ালিটিতে বিশ^াস করে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি। যারা আগেই বলেছি যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয়ে হয়ে সংসদে অর্থপূর্ণ বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। আমরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারি তাহলে খুব শিগগিরই দেশের রাজনীতিতে আমুল পরিবর্তন ঘটবে। দেশের রাজনীতিতেও গুণগত পরিবর্তন আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়