বাসস
  ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৩

হবিগঞ্জে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনাসভা

হবিগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলার চুনারুঘাট উপজেলায় আজ মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে আওয়ামী লীগ।
বিজয়ের মাসের প্রথমদিন আজ শুক্রবার বিকালে চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।
এ আলোচনাসভায় সম্মানীত অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরে বিজয় র‌্যালি বের করে জেলা শ্রমিক লীগ।এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।
জেলা শ্রমিক লীগের জেলা কমিটির সভাপতি আরব আলী ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।