বাসস
  ০৫ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন 

কুমিল্লা, ৫ নভেম্বর, ২০২৩ (বাসস) : আজ কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। 
বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠানে ৫৬৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হয়।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের মনোনীত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আবদুল মঈন ও ভারতের ত্রিপুরা রাজ্যের এডভোকেট জেনারেল মো. সিদ্ধার্থ শংকর রায়।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন- অ্যাক্রোডিটেশন কাউন্সিলর ড. মো. মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।  বক্তব্য রাখেন- সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়