বাসস
  ০২ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা 

ঢাকা, ২ নভেম্বর, ২০২৩ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। 
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
এদিকে, ঢাকায় বাতাসের গতি ও দিক  পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কিলোমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 
আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ০৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে। 
এদিকে দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
অন্যদিকে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
তৃতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 
এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 
বর্ধিত পাঁচ দিনে রাতের এবং দিনের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়