বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০
আপডেট  : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৭

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বঙ্গবন্ধু পরিষদের

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : বঙ্গবন্ধু পরিষদ আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগামীকাল তার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক আ ব ম ফারুক এক যৌথ বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারত না এবং শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে না এলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের নাম, পরিচয় ও প্রকৃতি পরিবর্তন হয়ে যেতো।
তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানের যুগে ফিরে যাওয়ার পদক্ষেপ চলছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সে কারণেই বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা পেয়েছে।
বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে শুধু একজন জননেত্রীই নন, একজন সফল রাষ্ট্রনায়কও তা বারবার প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন বিশ্বনেত্রী হিসেবে তিনি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
এতে বলা হয়, আগামীকাল জননেত্রী শেখ হাসিনার জন্মদিন এবং তার জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ ও সফল জীবন কামনা করছি।