BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩০

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা কাল  

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে তাঁর দীর্ঘায়ু কামনায় আগামীকাল এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
পূজা কমিটির এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, আগামীকাল সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ প্রার্থনা সভায় উপস্থিত থাকবেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়