বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৩
আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৩

দেশের মানুষের জন্য মৌলিক অধিকারের আওতায় তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে: প্রধান তথ্য কমিশনার 

পটুয়াখালী, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তথ্য অধিকার আইন-২০০৯-এর মাধ্যমে দেশের মানুষের জন্য মৌলিক অধিকারের আওতায় তথ্য প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করা হয়েছে। যার সুফল জনগণ পাচ্ছে। 
তিনি আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
ড. আবদুল মালেক বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি,স্বায়িত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। 
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ সভায় এসময় তথ্য কমিশনের পরিচালক ড. আবদুল হাকিম, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জনপ্রতিনিধি এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।