বাসস
  ৩০ আগস্ট ২০২৩, ১০:২৯

শোকাবহ আগস্টে গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজর ফলদ গাছের চারা রোপণ

॥ মনোজ কুমার সাহা ॥
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩০ আগস্ট, ২০২৩ (বাসস): জাতীয় এই শোকের মাসে লাগাই বৃক্ষ বাঁচাই দেশ, গড়ি স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কৃষিগবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার ফলদ বৃক্ষের চারা রোপণ করেছে।
শোকের মাস জুড়ে গোপালগঞ্জ সদর , মুকসুদপুর, কাশিয়ানী , টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায়
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উ”চচ ফলনশীল বারি আম-৪ , বারি পেয়ারা, সিডলেস
বারি লেবু ও বারি মাল্টা চারা রোপণ করা হয়েছে। প্রত্যেক কৃষকে ৫টি করে ফলদ বৃক্ষের চারা
বিনামূল্যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে জেলার ২৪ হাজার কৃষকরে মধ্যে বিতরণ করা হয়।
কৃষকরা বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে ফলদ বৃক্ষের এসব চারা রোপণ করেছেন।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক ড.
এম.এম কামরুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় আমরা শোকর মাসে বিশেষ বৃক্ষ রোপণ অভিযান শুরু করি। গত
২৯ অগস্ট পর্যন্ত আমরা গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার
২৪ হাজার কৃষকের মধ্যে ৫টি করে মোট ১ লাখ ২০ হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছি। চারা বিতরণের
আগে চারা রোপণের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি। তারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ ও
গাছের চারা নিয়ে বসত বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে রেপণ করেছেন।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার বলেন,
গোপালগঞ্জকে সবুজে ভরে দিতে আমরা শোকের
মাসে ৫ উপজেলায় ফলদ বৃক্ষ বিতরণ ও রোপণের বিশেষ উদ্যোগ গ্রহণ করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্মধন্য গর্বিত গোপালগঞ্জ জেলায় ১ লাখ ২০ হাজার ফলদ গাছের চারা রোপণ করতে
সক্ষম হয়েছি। এখান থেকে কৃষকরা যেমন অক্সিজেন পাবেন, তেমনি এসব গাছে উৎপাদিত ফল থেকে তারা
পুষ্টি গ্রহণ করবেন। এতে পরিবেশ সুরক্ষিত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলতে সক্ষম হবে।
এতে দেশের পরিবেশ সুরক্ষিত থাকবে। গোপলগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক
নজরানা চৌধূরী বলেন, শোকের মাসে জাতির পিতা বঙ্গবব্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি
সম্মান প্রদর্শন করে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এ কর্মসূচির আওতায়
কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাকে ৫টি ফলদ গাছের চার বিনামূল্যে দিয়েছে। চারা বিতরণের
আগে ফলদ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যার ওপর প্রশিক্ষণ দিয়েছে। আমি তাদের প্রশিক্ষণের দিক
নির্দেশনা মোতাবেক বসত বাড়ির আঙ্গিনায় চারাগুলো রোপণ করেছি।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের মাছপাড়া গ্রামের সমাজ সেবক দীপক সরকার বলেন,
আমাদের গ্রামে কৃষি গবেষণা ইনািস্টটিউট ২ হাজার ফলদ বৃক্ষের চারা দিয়েছে। আমরা প্রশিক্ষণ শেষে
এগুলো কৃষকের মাঝে বিতরণ করেছি। আমাদের
তত্ত্বাবধানে এসব চারা কৃষকরা পতিত জায়গায় রোপণ করেছে। কৃষি গবেষণা ইসস্টিউিট জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণের এ মহৎ উদ্যোগ গ্রহণ করায় তাদের আমি ধন্যবাদ জানাই। এ উদ্যোগে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়