বাসস
  ২৬ আগস্ট ২০২৩, ১৭:২১

কাল থেকে পরবর্তী তিন দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৩ (বাসস) : আগামীকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় (তিন দিন) দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ি, রংপুর, রাজশাহী ময়মনসিংহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্বাবনা রয়েছে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী অতি বর্ষণ হতে পারে।
তবে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৮মিনিটে।
এদিকে, একই বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়ভাবে উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান রয়েছে।