বাসস
  ১৬ আগস্ট ২০২৩, ১৯:৩৫

ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বাইগার পারের বাঙালি’ মঞ্চস্থ

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৩ (বাসস) : প্রতিবেশী দেশ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক নাটক ‘বাইগার পারের বাঙালি’ মঞ্চস্থ হয়েছে।
১৫ আগস্ট দেশের জাতীয় শোক দিবসে কলকাতার জ্যাংড়া সুকান্ত পল্লী স্পোর্টিং ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই নাটক পরিবেশন করে ‘কলকাতা এসো নাটক শিখি’র শিশু-কিশোর শিল্পীরা।
রহিম আব্দুর রহিম রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন সেদেশের প্রখ্যাত শিশু নাট্য নির্দেশক ড. তাপস দাস।
বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর কালের আদর্শিক ঘটনাবলী,অসাম্প্রদায়িক চেতনা, রাজনৈতিক অবদান, তাঁকে সপরিবারকে হত্যার নির্মম ঘটনাসহ নাটকটি জীবন্ত করে ফুটিয়ে তোলেন অভিনেতারা। সুকান্ত পল্লী  স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে মঞ্চস্থ নাটকটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন। 
নাটকটির শ্রেষ্ঠাংশে অভিনয় করে সৌম্যজিৎ, সৃজন, অর্ক, সুজয়, সমুদ্র, অর্নিবান, আদিত্য, আদিক, প্রিয়বত, সায়ন, ত্রিদিব, প্রসেনজিৎ, সৈকত, সোম, সৌনিক, সোনিয়া, সুদেষ্ণা, অমৃত, ঠিষ্টিতা, উপাসনা ও সমৃদ্ধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়