বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ও সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান পালনের আহ্বান ইউজিসির

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২১ (বাসস): বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ ও সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান লঙ্ঘন করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০; সোসাইটিজ রেজিস্ট্রেশন এ্যাক্ট- ১৮৬০ ও ট্রাস্ট এ্যাক্ট- ১৮৮২ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এ কথা বলেন। 
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ এই কর্মশালার আয়োজন করে। 
প্রফেসর শহীদুল্লাহ বলেন, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করছে না। ইউজিসির নির্দেশনা তারা দেখেও না দেখার ভান করে। বিদ্যমান আইন ও বিধি বাস্তবায়নে কমিশন প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ ও সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে পালনের আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। 
কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ’র সভাপতিত্বে কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ। 
প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম দিকে এটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি বাস্তবতা।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা কাজ পরিচালনা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করা। কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এসব কাজে অর্থ ব্যয় না করে বিধিবহির্ভূতভাবে অর্থ ব্যয় করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।