সিলেট, ৭ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৭ জন সংক্রমিত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।তাদের তথ্যমতে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জন মারা গেছেন সিলেট জেলায়। এ নিয়ে মৃতের সংখ্যা ১১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯২০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় বিভাগে ৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৪৮ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১২, মৌলভীবাজারের ২৫ ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হন ৯৭ জন, যার শতকরা শনাক্তের হার ৯.৪৩ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৫৬৯ জন। তন্মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৮৮ , সুনামগঞ্জের ৬ হাজার ১৬৮, মৌলভীবাজারের ৭ হাজার ৮৮২ ও হবিগঞ্জের ৬ হাজার ৫৩৫ জন রয়েছেন।এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৭০৫ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।