ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : ঢাকা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শফিউদ্দিন আহমেদ খান লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ এক শোক বার্তায় আইনমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এডভোকেট লিটন আজ সকাল সাড়ে ৯ টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না,,,,,,রাজেউন)।
তিনি ২০১৩ সালে ঢাকা আইনজীবী সমিতিতে তালিকাভূক্ত হন।
তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি স্ত্রী, একমাত্র কন্যা সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।