জয়পুরহাট, ৭ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রেফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে।
জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাত হোসেন। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: মাহবুব উল আলম প্রমূখ। ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক দুই দিন ব্যাপী আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন। প্রতি ব্যাচে ৩০ জন করে শিক্ষক পর্যায়ক্রমে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি ও ইউআইডি নম্বর বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রণ করবেন বলে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক।