বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২০
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

নানক পুত্র সায়ামের দশম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপির একমাত্র ছেলে সায়াম উর রহমান সায়ামের দশম মৃত্যুবার্ষিকী আজ সোমবার নানা কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে নিহত সায়ামের পিতা জাহাঙ্গীর কবির নানক রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ছেলের কবরে পূষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কবরে গোলাপজল ছিটিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
আজ বাদ জোহর বনানী কবরস্থান মসজিদে নানক নামাজ আদায় করেন। পরে তিনি সেখানে দ্বিতীয় দফায় বিশেষ দোয়া ও মোনাজাতে শরীক হন।
এসময় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানূল হক মিজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ফজলুল হক আতিকসহ মরহুমের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং খতম-ই কুরআনের আয়োজন করে। 
গত ১ সেপ্টেম্বর থেকে আজ সোমবার পর্যন্ত নিহত সায়ামের জন্য কুরআনখানি ও দোয়া করা হয়। মোনাজাত শেষে বনানী কবরস্থানে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরন করা হয়।
কক্সবাজারে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় সায়াম উর রহমান সায়াম নিহত হন।