নোয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলার বেগমগঞ্জে উপজেলায় আজ লক্ষ্মীপুর-চট্টগ্রাম রুটের জোনাকী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দু’ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং ষ্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সেনবাগ উপজেলার হাবিব উল্যার পুত্র মো. ফারুক (৪০) এবং বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের সিদ্দিক উল্যার ছেলে মো. মিশুক (২৫)। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনার টিকা দেয়ার জন্য মিশুক তার মামাসহ দু’জনকে নিয়ে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি জমিদারহাট ফিলিং ষ্টেশনে পৌঁছালে রায়পুর (লক্ষ্মীপুর) থেকে চট্টগ্রামগামী জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে বিকাল পৌঁনে ৪টার দিকে মো. ফারুক ও তার ভাগ্নে মিশুকের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক জানান, গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী ফারুক ও মিশুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে।