বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪২
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে : জি.এম. কাদের

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে । 
আজ এক বিবৃতিতে তিনি আরো বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। তা না হলে পরিণতি শুভ হবে না। চরম অবনতি ঘটবে আইন শৃংখলা পরিস্থিতির।
জি.এম. কাদের বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরী করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।