বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৯

রাঙ্গামাটিতে সাংবাদিকদের মাঝে সহায়তার চেক বিতরণ

রাঙ্গামাটি, ৬ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : করোনাকালীন সময় রাঙ্গামাটিতে কর্মরত ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে তৃতীয় দফায়  প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে  সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯  জন  সাংবাদিককে ১০ হাজার টাকা করে মোট  ১ লক্ষ ৯০ হাজার  টাকার চেক প্রদান করা হয়।