বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:০২

চৌদ্দগ্রামে তালগাছের বীজ রোপণ

কুমিল্লা (দক্ষিণ), ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে তালগাছের বীজ রোপণ করা হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে। আজ সোমাবার বেলা সাড়ে ১১টায় জেলার  চৌদ্দগ্রাম পৌরসভার বালুজুড়ি এলাকায় চৌদ্দগ্রাম উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী তাল বীজ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক  বলেন, আমাদের দেশে তালগাছ কমে যাওয়ায় বর্ষা মৌসুমের প্রায় সময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে বেশি বেশি তাল বীজ বা চারা রোপণ করতে হবে। তাল গাছ কৃষকের বন্ধু এ গাছকে যতœ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেকের বাড়িতে দু’চারটি করে তালগাছের বীজ রোপণের আহ্বান জানান। 
উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন- প্রতিবছর বজ্রপাতে বহু লোক মারা যান যার সিংহভাগই কৃষি শ্রমজীবী মানুষ। তাই বজ্রপাতের ঝুঁকি নিরসনে চৌদ্দগ্রাম উপজেলায় কমপক্ষে ২০০০ তাল বীজের চারা রোপণ কর্মসূিচর উদ্যোগ গ্রহণ করা হয়। সপ্তাহব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচী চলমান থাকবে। তিনি উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত রায়, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবদুল হালিম, উপসহকারী কৃষি অফিসার মোঃ আতিকুর রহমান, পৌরসভার উপ সহকারী কৃষি অফিসার মোঃ আরিফ সোলায়মান প্রমুখ।