বাসস
  ৩০ জুলাই ২০২৩, ১৬:৪৫

বিএসএমএমইউয়ে পেডোডন্টিকস পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগে স্থানান্তরিত  

ঢাকা, ৩০ জুলাই, ২০২৩(বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডোডন্টিকস বিভাগ  পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের এ ব্লক থেকে ডেন্টাল অনুষদসমূহের বিভাগগুলোকে স্থানান্তর করে বহির্বিভাগে নেওয়া হয়েছে। একই সাথে পরিবর্তন করা হয়েছে পেডোডন্টিকস কোর্সের নামও। 
আজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগের চেয়ারম্যান  সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া মেহেনাজ জ্যোতি এর নেতৃত্বে উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদকে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা  ও অভিনন্দন জানান। এসময় এই বিভাগের পক্ষ থেকে কেক কাটা হয়।
বিএসএমএমইউ সূত্র জানায়, ডেন্টালে উচ্চ শিক্ষার ক্ষেত্রে  প্রথমবারের মতো বেসিক কোর্সসমূহ চালু করার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে পেডোডন্টিকস বিভাগ ও কোর্সের নাম পরিবর্তন করে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ ও কোর্স করা হলো। বিভাগ ও কোর্সের এই নাম পরিবর্তনকে শিশুদের দন্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে এবং শিশু দন্তরোগের উপর উচ্চতর ডিগ্রী অর্জনের একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে দেখছেন  সংশ্লিষ্টরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা.হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরা প্রমুখসহ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়