বাসস
  ০১ জুন ২০২৩, ১৮:৩২

২০২৩-২৪ অর্থবছরে বস্ত্র ও পাট  খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা, ১ জুন, ২০২৩ (বাসস) : ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৬২৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ৬০৩ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬২৯ কোটি টাকা।”
তিনি আরো বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৩৯০ কোটি  এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ২১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়