শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অভিভাবক। দেশের রাজনৈতিক সংকটের এই মুহূর্তে তাঁর মৃত্যুতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং জাতি এই শোককে শক্তিতে রূপান্তরিত করবে সে কামনা করছি।’