বাসস
  ১৪ মে ২০২৫, ১৮:২৪

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দ আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের  আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর কবির নানক এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করাসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। এসময় গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট  ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।