বাসস
  ৩১ আগস্ট ২০২১, ১৮:৫৯

তানজানিয়ার বিরোধীদলীয় নেতা কঠোর নিরাপত্তায় আদালতে হাজির  

দার এস সালাম, ৩১ আগস্ট, ২০২১ (বাসস ডেস্ক) : তানজানিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা ফ্রিম্যান এমবাও মঙ্গলবার দেশটির উচ্চ আদালতে হাজির হয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তবে তার দল এ মামলাটিকে ভিন্নমত দমন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। খবর এএফপি’র। 
৫৯ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এতে করে গণতান্ত্রিক অবস্থা এবং প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের অধীনে আইনের শাসন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
চাদেমা পার্টির চেয়ারম্যান ফ্রিম্যান এমবাও এবং তার সমর্থকরা অভিযোগ করেছে যে, বিচার চলাকালে বিবৃতি দিতে বাধ্য করার জন্য নিরাপত্তা হেফাজতে পুলিশ তাকে নির্যাতন করেছে। কঠোর নিরাপত্তায় আদালতে তাকে হাজির করার সময় পুলিশ অধিকাংশ সাংবাদিককে আদালত কক্ষে প্রবেশ করতে দেয়নি। 
চাদেমা পার্টির সিনিয়র নেতাদের সাথে রাতের বেলা অভিযান চালিয়ে গ্রেফতার করার পর এমবাওকে ২১ জুলাই থেকে কারাগারে রাখা হয়। সাংবিধানিক সংস্কারের দাবিতে একটি পাবলিক ফোরাম অনুষ্ঠান করার কয়েক ঘণ্টা আগে পুলিশ অভিযান চালায়।  
সোমবার এমবাও শীর্ষ আইনী কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলায় আদালতে হাজির হন। তার বিরুদ্ধে অভিযোগ আনা ও তাকে গ্রেফতারের সময় সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে তিনি দাবি করেন। 
হাসানের সরকার কোভিড-১৯ সংক্রান্ত প্রবিধান ও নিরাপত্তার উল্লেখ করে বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত না করে এ মামলার বিষয়ে আদালতে না যাওয়ার জন্য সতর্ক করেছে।
দার এস সালাম আদালতে মঙ্গলবারের শুনানিতে ব্রিটিশ ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,  চাদেমা পার্টির সিনিয়র নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।