বাসস
  ৩১ মার্চ ২০২৩, ১২:১৭

প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

টোকিও, ৩১ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : জাপানের শীর্ষ কূটনীতিক এ সপ্তাহে চীন সফর করবেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম তিনি এ সফরে যাচ্ছেন। শুক্রবার টোকিওতে পররামষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ ও ২ এপ্রিল এ সফর চলাকালে জাপানের  মন্ত্রী হায়াশিরের চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গংয়ের সাথে বৈঠকের কথা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের পর জাপানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে প্রথম চীন সফর।
সাম্প্রতিক বছরগুলোতে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। এমন পরিস্থিতিতে জাপান এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিষয়ে সতর্ক রয়েছে।
কিন্তু গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাংককে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাত করেন এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়