বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২২

রুশদির নতুন উপন্যাস প্রকাশ

লন্ডন, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : ছুরিকাঘাতের শিকার হওয়ার ছয় মাস পর, ব্রিটিশ লেখক সালমান রুশদি মঙ্গলবার তার নতুন উপন্যাস ‘ভিক্টরি সিটি’ প্রকাশ করেছেন।
উপন্যাসটি ১৪ শতকের এক নারীর ‘মহাকাব্যিক কাহিনী’, যে নারী একটি নগরী শাসনের জন্য পুরুষতান্ত্রিক বিশ্বকে অস্বিকার করেন।
ছুরি হামলার আগে লেখা উপন্যাসটি মূলত সংস্কৃতে লেখা একটি ঐতিহাসিক মহাকাব্যের অনুবাদ। ওই হামলায় ভারতীয় বংশোদ্ভূত লেখক অল্পের জন্য বেঁচে যান।
তার লেখা উপন্যাসটিতে অল্পবয়সী অনাথ মেয়ে পাম্পা কাম্পানার গল্প তুলে ধরা হয়। কাম্পানা এক দেবী অনুপ্রাণিত জাদুকরী ক্ষমতার অধিকারী আধুনিক ভারতের ‘বিষনাগা’ নগরী যার অর্থ ‘বিজয়ের নগরী’ আবিষ্কার করে।
৭৫ বছর বয়সী রুশদি  শারীরিক অবস্থার কারণে তার ১৫ তম উপন্যাসটির প্রচার চালাবেন না। তবে তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি ‘দ্য গার্ডিয়ান’কে বলেছেন ক্রমশ: তার অবস্থার উন্নতি হচ্ছে।
ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদির উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস" এর নিন্দাজনক প্রকৃতির কারণে হত্যার নির্দেশ  দেওয়ার পর লেখক বছরের পর বছর আত্মগোপনে ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়