বাসস
  ০৫ আগস্ট ২০২১, ১২:২৮
আপডেট  : ০৫ আগস্ট ২০২১, ১৫:০১

বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে

নিউইয়র্ক, ৫ আগস্ট, ২০২১ (বাসস ডেস্ক): বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা বুধবার ২০ কোটি ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত থেকে এ কথা জানা যায়। 
সূত্র মতে, বিশ্বে করোনায় মোট সংক্রমিত লোকের সংখ্যা ২০ কোটি ১৪ হাজার ৬০২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৫২ হাজার ৮৭৩ জনে। 
বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ৯২ হাজার ৭২১ জন। মারা গেছে ছয় লাখ ১৪ হাজার ৬৬৬ জন। বিশ্বে মোট সংক্রমণের ১৮ শতাংশ যুক্তরাষ্ট্রে হয়েছে। 
করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এরপরেই ব্রাজিলের অবস্থান।
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৮১৭ জন। 
জানুয়ারির ২৬ তারিখে বিশ্বে করোনার মোট সংক্রমণের সংখ্যা ছিল ১০ কোটি। ছয় মাসের মধ্যে এ সংখ্যা দ্বিগুণে দাঁড়িয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়