শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের রাজধানী নুক সফরে যাচ্ছেন। সেখানে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ডোনাল্ড ট্রাম্প আর্কটিক দ্বীপটি দখলের হুমকি থেকে সরে আসার পর এক অস্থির সময়ে এ সফর হচ্ছে।
কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফ্রেডেরিকসেন ব্রাসেলস থেকে নুক যাবেন। ব্রাসেলসে তিনি শুক্রবার ভোরে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন। চলতি সপ্তাহে দাভোসে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সাথে একটি মৌখিক সমঝোতায় পৌঁছান ন্যাটো মহাসচিব।
আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে ন্যাটোর কার্যক্রম আরও বাড়ানো দরকার বলে শুক্রবার ন্যাটো মহাসচিব রুটে ও ফ্রেডেরিকসেন একমত হন।
এর আগে, চলতি সপ্তাহে গ্রিনল্যান্ড বিষয়ে একটি ‘ফ্রেমওয়ার্কে’ ন্যাটো মহাসচিবের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে আসেন।
পরিকল্পনার বিস্তারিত এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র যা চেয়েছে, সবই পেয়েছে’ এবং এটি ‘চিরকাল’ কার্যকর থাকবে।