শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : উগান্ডার সেনাপ্রধান ও সদ্য পুননির্বাচিত প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে শুক্রবার বলেছেন, নির্বাচনের পর সহিংসতায় ৩০ জন বিরোধী সমর্থক নিহত হয়েছেন এবং ২ হাজার জনকে আটক করা হয়েছে।
কাম্পালা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন শুক্রবারও আত্মগোপনে ছিলেন। ১৫ জানুয়ারির নির্বাচনের পর নিরাপত্তা বাহিনী তার বাসায় অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি নির্বাচনকে ‘প্রকাশ্য ডাকাতি’ অভিহিত করে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৮১ বছর বয়সী মুসেভেনি ৭২ শতাংশ ভোট পেয়ে টানা সপ্তম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়াইন পান ২৫ শতাংশ ভোট।
আফ্রিকান পর্যবেক্ষক দল ও আন্তর্জাতিক এনজিওগুলো বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনার সমালোচনা করেছে।
সেনাপ্রধান মুুহোজি কাইনেরুগাবা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, কাবোবি যাদের ব্যবহার করবে বলে ভেবেছিল, এমন ২ হাজারের বেশি দাঙ্গাবাজকে আমরা গ্রেফতার করেছি। ববি ওয়াইনকে উল্লেখ করতে তিনি তার ডাকনাম ব্যবহার করেন।
তিনি আরো লেখেন, এ পর্যন্ত আমরা ৩০ জন এনইউপি বিশৃঙ্খলাকারীকে হত্যা করেছি। ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের কথাও উল্লেখ করেন তিনি।
৫১ বছর বয়সী কাইনেরুগাবা তার উসকানিমূলক বক্তব্য এবং প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন আচরণের জন্য পরিচিত।
তিনি বাবার উত্তরসূরি হওয়ার আকাঙ্ক্ষা গোপন করেননি এবং চলতি সপ্তাহে ববি ওয়াইনকে খুঁজে বের করে হত্যা করার হুমকিও দেন।
বিরোধীদের বিষয়ে করা সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে নারীদের নিয়ে রসিকতাও করেন তিনি।