বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪১

ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিম সমুদ সৈকত সংলগ্ন এলাকায় একটি বোর্ডওয়াকে একাধিক বন্দুকধারীর গুলিবর্ষণে ছয় জন নিহত এবং আরও তিন জন আহত হয়েছে। 

নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

দেশটির জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ পর্যটন কেন্দ্র পুয়ের্তো লোপেজে ওই হামলা হয়। একটি ভ্যান এবং দুটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা বোর্ডওয়াকে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের গুলিবর্ষণে ৬ ব্যক্তি নিহত এবং আরও ৩ জন আহত হয়। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি ছিল সপ্তাহান্তে শহরটিতে তৃতীয় প্রাণঘাতী হামলা, যেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীদের অবস্থান এখনও জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

ইকুয়েডর বিশ্বের কোকেনের শীর্ষ দুই রপ্তানিকারক দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত এবং মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলের সঙ্গে যুক্ত গ্যাংগুলোর সহিংসতা সেখানে বেড়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রণীত কঠোর নীতিগুলো সহিংসতার ঢেউ থামাতে এ পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি।

জেনেভাভিত্তিক অর্গানাইজড ক্রাইম অবজারভেটরির তথ্যমতে, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে হত্যাকাণ্ড ও সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং দেশটি বছর শেষে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ৫২টি হত্যাকাণ্ড ঘটেছে। যে হার সর্বোচ্চ রেকর্ড।