বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৮

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়ে নিহত ১

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের মধ্যাঞ্চলে সুপার টাইফুন ফাং-ওয়ং এর প্রভাবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় ৬৪ বছর বয়সি এক নারী নিহত হন। রোববার উদ্ধারকর্মীরা তার মরদেহ ধ্বংসস্তূপ ও উপড়ে পড়া গাছের নিচ থেকে উদ্ধার করেন।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামার প্রদেশের ক্যাটবালোগান সিটির উদ্ধারকারী জুনিয়েল তাগারিনো বলেন, ওই নারী গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র যাচ্ছিলেন। তবে, কোনো কারণে তিনি আবারও বাড়ি ফিরে গেলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আজ সরকারি সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।