বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩০

গাজায় জিম্মির লাশ পেয়েছে রেডক্রস

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরায়েলি ও ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রেডক্রস গাজা উপত্যকায় একজন জিম্মির লাশ পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী । 

শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রেডক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, একজন মৃত জিম্মির কফিন তাদের হেফাজতে স্থানান্তর করা হয়েছে এবং গাজা উপত্যকায় আইডিএফ সেনাদের কাছে পাঠানো হচ্ছে।