বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ২০:২০

বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস আজ শুক্রবার দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। 

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানান, অবৈধ অস্ত্র রাখাকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা আগে একটি লঘু অপরাধ ছিল। পাশাপাশি দেশজুড়ে অস্ত্র লাইসেন্স পুনরায় পর্যালোচনা করা হবে।

গত শনিবার ক্রিটের পাহাড়ি গ্রাম ভোরিজিয়ায় সংঘর্ষে ৩৯ বছর বয়সি এক পুরুষ ও ৫৬ বছর বয়সি এক নারী নিহত হন, যারা প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের সদস্য ছিলেন।

এই বন্দুকযুদ্ধের কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ ঘটে, যা একটি পরিবারের মালিকানাধীন ছিল।

ঘটনার পর সশস্ত্র পুলিশ দ্রুত গ্রামে পৌঁছায়। নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র চোরাচালান, গাঁজা চাষ এবং গবাদি পশু চুরির মতো অপরাধ দমনে ক্রিটে স্থায়ীভাবে অতিরিক্ত ২০০ পুলিশ মোতায়েন করা হবে।

ক্রিটের গভর্নর স্তাভরোস আর্নাউতাকিস রাষ্ট্রীয় টিভি ইআরটি-কে বলেন, ‘আইন মেনে চলা নাগরিকরা অভিযোগ জানাতে ভয় পান।’

ভোরিজিয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সংঘর্ষে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র-যার মধ্যে শটগান এবং অন্তত একটি একে-৪৭ রাইফেল রয়েছে, এখনও উদ্ধার করা যায়নি।