শিরোনাম

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বসনিয়ার তুজলা শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ আগুনের ঘটনায় গতকাল রাতে এক নারী মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। আজ শুক্রবার তুজলার একটি হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সারাজেভো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সারায়েভো থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তুজলার একটি ভবনের সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়ে।
তুজলা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই নারীর মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক ডজনেরও বেশি মানুষ, যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসিকিউটররা জানান, নিহতদের মধ্যে সাতজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন, যাদের বয়স ৬৭ থেকে ৯৬ বছরের মধ্যে।
আঞ্চলিক প্রসিকিউটর ভেদরান আলিদজানোভিচ বলেন, ‘এই ভয়াবহ ট্রাজেডির কারণ ও পরিস্থিতি মূল্যায়নে বিশেষজ্ঞরা প্রসিকিউটর ও পুলিশের সঙ্গে কাজ করছেন।’
সরকারি কর্মকর্তারা জানান, ময়নাতদন্ত রিপোর্টে জানা গেছে-, ১১ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে।
বসনিয়ার কর্মকর্তারা ঘটনাটিকে ‘বিরাট মাত্রার দুর্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।
তুজলার মেয়র জিয়াদ লুগাভিচ বলেন, ‘এটি একটি সত্যিকারের ট্রাজেডি। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ৬০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।