বাসস
  ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩৫
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৪:০২

চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে নৌবাহিনীর কাছে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরীকে এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়। তৃতীয় বিমানবাহী রণতরীটি আনুষ্ঠানিকভাবে পরিষেবাতে প্রবেশ করেছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক দাবি ও তাইওয়ানের সাথে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে, চীনের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ানের কমিশনিং সামরিক আধুনিকীকরণ এবং এই অঞ্চলে তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের একটি কৌশলগত প্রচেষ্টা, যা বেইজিংকে শক্তিশালী করতে সাহায্য করবে।