বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৬:৪০
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৬

গাজা থেকে আরও এক জিম্মির মৃতদেহ পেল ইসরাইল

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : গাজা থেকে এক জিম্মির মরদেহ গ্রহণ করেছে ইসরাইল। বুধবার রেডক্রসের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, জিম্মির কফিন ইসরাইলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। মরদেহটি সামরিক সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করা হবে। এরপর পরিচয় শনাক্ত করতে জাতীয় ফরেনসিক কেন্দ্রে পাঠানো হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। শেষ জিম্মিকে ফিরিয়ে না আনা পর্যন্ত এই প্রচেষ্টা থামবে না।’

পরে সেনাবাহিনী ও শিন বেট নিরাপত্তা পরিষেবা যৌথ বিবৃতিতে জানায়, মরদেহটি সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশ করেছে। দেশটির সেনাবাহিনী মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার জন্য জনগণকে অপেক্ষা করতে বলেছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতির শুরুতে হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়। তারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে এসব ব্যক্তিকে আটক করেছিল। ওই হামলার পরই গাজা যুদ্ধ শুরু হয়।

বিনিময়ে, ইসরাইল তাদের হেফাজতে থাকা কয়েকশত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

চুক্তি অনুযায়ী, হামাস ২৮ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা। সর্বশেষটি বাদে এর মধ্যে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। ১৯ জন ইসরাইলি, একজন থাই ও একজন নেপালি।

চুক্তি অনুযায়ী, প্রতিটি মৃত জিম্মির বিনিময়ে ইসরাইল ফেরত দেবে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ।

এদিকে, ইসরাইল অভিযোগ করেছে, হামাস মৃত জিম্মিদের ফেরত দিতে বিলম্ব করছে। অন্যদিকে, হামাস বলছে, অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে।