বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১১:০২

রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। বড় ধরনের ওই হামলায় একটি শিল্প এলাকায় আগুন লেগে যায়। 

আঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার ও তথ্য জানান।

ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে শিল্প এলাকাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। যার ফলে রাশিয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। 

গভর্নর আন্দ্রে বোচারভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ২৪ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এতে ভবনটির বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে ও পাশের একটি বাড়ির জানালা ভেঙে গেছে।
তিনি বলেন, ‘হামলার ফলে ৪৮ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।’

কর্মকর্তারা জানান, হামলার সময় বিস্ফোরণ থেকে ছিটকে আসা শেল বা গোলার টুকরো তার শরীরে আঘাত হানে এবং এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্র জানিয়েছে, এ হামলায় আরও কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গভর্নর আন্দ্রে বোচারভ বলেন, ক্রাসনোয়ারমেস্কি জেলার একটি শিল্প এলাকায় আগুন লেগেছে, ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে।

রাশিয়া-ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ভলগোগ্রাদ অঞ্চলটি গ্যাস ও পেট্রোলিয়াম পরিশোধন কেন্দ্রের একটি শিল্প কেন্দ্র।

রাশিয়ার কর্তৃপক্ষের মতে, গত মাসের শুরুতে, ইউক্রেন দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে একটি শোধনাগার, পাশাপাশি রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপে একটি তেল টার্মিনাল ও একটি গোলাবারুদ ডিপোতে হামলা চালায়।

মস্কোর বাহিনী ২০২২ সালে ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে। রাশিয়া ইউক্রেনীয় জ্বালানি স্থাপনা ও রেল ব্যবস্থার ওপর বিমান হামলা জোরদার করেছে।